M K Dutta Publication Forum

Sale!

রোড ০৫ হাউস ০১

৳ 400.00 ৳ 320.00

রোড ০৫ হাউস ০১

R 05 H 01 ( রোড ০৫ হাউস ০১ )

A trembling trilogy by Manoj Dutta  

মাও সে তুং -এর থিউরি ছিল গ্রাম দিয়ে শহর ঢাকা। এখন শহর এতটাই বড় যে তা আর ঢাকার কুদরত নেই। জঙ্গিদের মাস্টারমাউন্ড সেটা জানে। জানে বলেই তারা এখন বিল্ডিং দিয়ে শহর ঢাকে। এমনিতেই বিল্ডিংয়ে বিল্ডিংয়ে সয়লাব ঢাকা। এজন্য ঢাকার কাজটা সহজ। প্রথমে কোন ডেভেলপার বা রিয়েল এস্টেট কোম্পানি টার্গেট করে কামরুল। ডাটা ব্যাংকে এলাকাভিত্তিক খালি জায়গাগুলোর একটা লিস্ট হাই কমান্ড থেকে তৈরি করার জন্য যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা জানেও না তারা কোন গাছের চারা বুনছে।

কামরুলরা জামরুলদের নিয়ে কাজ করে। এরা কখনো একা থাকেনা। জামরুল গ্রুপে বিদেশ ফেরত বেহেডদের রাখা হয়। এদের ব্রেন ওয়াশ করা খুব সহজ; এ ওয়াশের নাম গোবর ওয়াশ। মানে ওয়ান ওয়ে আর ওয়ান ম্যাটার ওয়াশ। অর্থাৎ যে গোবর ঢুকবে, তা আর বেরুবে না। লর্ড কর্ণওয়ালিশের চিরস্থায়ী বন্দোবস্তের মতো। এখানে কর্ণওয়ালিশ কামরুল আর জামরুল হলো হালিম সরকার। হালিমদের সাথে থাকে ডালিমরা। ডালিম মানে সব ব্যাংকার, অন্যের টাকায় পোদ্দারি করা ব্যাংকাররা। এভাবে পরের ধনের হারাম সুদ আর ইসলামিক মুনাফায় যখন শালিক পাখিরা সিনিয়র এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হয়ে নিজেদের কোকিল ভেবে কাকের বাসায় ডিম পাড়ে, তখন এদের আল্লাহর সুন্নতের জৌলুসে ভ্যোকাল কর্ড পুরু হয়। সিংহের ডেরায় গিয়ে বাঘের চিৎকার নকল করতে গেলে বোঝা যায় এরা আসলে সারমেয়।

 

আর থাকে কিছু মিচকে শয়তান। এরা বেশিরভাগ ক্ষেত্রে গার্মেন্টসে চাকরির নাম করে চোরা ঝুট কাপড়ের ব্যবসা করে। গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে আয়েশে দলবাজি আর মিটিং করার বোরখা হিসেবে একটা হৃদরোগের ডাক্তার, নোটারিবাজ উকিল বা মফিজ টাইপ কাউকে কয়েকটা ফ্ল্যাট ভাড়া দেয়া হয়।

ডিবির চৌকস অফিসার মনিরুল ইসলাম একটু একটু করে বুঝতে পারছেন। এ অংশগুলো তাঁর চোখের পেছনে ছিল। জাহাজ বিল্ডিং অপারেশনের এত বছর পর সরকারের কাছে কোন অগ্রিম তথ্য ছাড়া পুরোদস্তুর অ্যাবেটাবাদ কায়দায় এত বড় সাকসেস! সবাই ফ্ল্যাট মালিক। আর সবাই মারাত্মক স্লিপার সেল ছিল।  রমেশ বাবুর ভোদকা হজম হচ্ছে না। সোহাগ নামের যে কেয়ারটেকারকে এ ভবন থেকে অতীতে মিথ্যা অপবাদ দিয়ে তাড়ানো হয়, তাকে বরিশাল সদর থানায় বসিয়ে রাখা হয়েছে। আর খোঁজা হচ্ছে মনিরুজ্জামানকে। জানা গেছে তিনি জীবিত আছেন; অশীতিপর .. তবে জ্ঞান ঠনঠনে। এখনো চুরির ঘটনাটা পুরোপুরি ইয়াদ করলেন। ইয়াসির আরাফাত ব্যাংকের বিভিন্ন একাউন্ট ফ্রিজ করা হয়েছে। মুমিন ও জয়নুল লাপাত্তা।    

 

 

Category:

Description

R 05 H 01 ( রোড ০৫ হাউস ০১ )

A trembling trilogy by Manoj Dutta

কোন ডেভেলপার কোম্পানী কর্তৃক তাদের তত্ত্বাবধানে নির্মিত বা অন্য যেকোন ভবনের ফ্ল্যাট মালিক, ভাড়াটিয়া বা বাসিন্দাদের সুবিধার্থে বা অন্য যেকোন অর্থে কোন ধরণের সংবিধান প্রণয়ন করা যা আইন কর্তৃক অনুমোদিত নহে বা আইনী অধিকার সংরক্ষণ ধারার বিরূপ বা পরিপন্থী এবং সেই সংবিধানের আওতায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একজন নাগরিকেরও জীবন-যাপন, চলাফেরা, আগমন-গমন বা ইচ্ছা-অনিচ্ছার ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার বা যেকোন মিটিং সভা বা আলোচনার সিন্ধান্ত বা ব্যক্তি বা সমষ্টিগত সিন্ধান্তের বলে বলীয়ান হওয়া আইনসম্মত নয় অথবা এরূপ অধিকারে যেকোন সিন্ধান্ত গ্রহণ ও তার প্রয়োগ শাস্তিযোগ্য।

যেকোন সমিতি বিশেষত যেকোন ফ্ল্যাট ওনার্স বা রেন্টার্স এসোসিয়েশন যেখানে একাধিক ব্যক্তিবর্গের মত, মিলন, অমত, অমিলন, ভোট, সভা, আলোচনা, আর্থিক বিষয়াদি সংশ্লিষ্ট আভ্যন্তরিণ বা বাহ্যিক লেনদেন অথবা বাৎসরিক হিসাব-নিকাশ ও ভোট ভিত্তিক কোন ফিমেয়াদ বা অমেয়াদী কমিটি কোন সংবিধান মাধ্যমে পরিচালিত ও নির্দেশিত হয় যে সংবিধান রাষ্ট্রীয় আইনি ধারা কর্তৃক সমর্থিত বা অনুমোদিত নয় ; বরঞ্চ সাংঘর্ষিক ও ক্ষেত্র বিশেষে ব্যক্তিস্বাধীনতায় ও চলাচলে ভবনের একজন বাসিন্দাকেও ( ১ দিন, ১ সপ্তাহ, ১ মাস, ১ বছর বা যেকোন মেয়াদ বা সময়কালে ) নিয়মের মাধ্যমে বা মৌখিকভাবে বা লিখিতাকারে বাধা প্রদান করে বা নিজ গৃহে পরবাসী করে রাখে ; তবে তা কঠোরভাবে শাস্তিযোগ্য অপরাধ ও সংবিধান পরিপন্থী হওয়ায় দ্বিতীয় মেয়াদে ক্ষমতার অপব্যবহার ও অপরাধের সামিল।

——— দীর্ঘ বিশেষজ্ঞ মতামত পড়ে শেষ করলেন ডিবি’র রমেশ বাবু। ঢুলে ঢুলে বাথরুমে ঢুকলেন এবং ঢুকেই বাঁ পকেটে হাত দিলেন। ইদানীং তাঁর স্রোতধারা কমে এসেছে; ডাক্তার বলছেন বড় হয়েছে প্রোস্টেট। এটি বড় হলে পেশাব কমে, আর বাড়ে না-কি অন্যকিছু। সেই অন্যকিছুও তাঁর বেড়েছে।

অস্ত্র অর্থায়ন রাজনৈতিক ইতিহাস ছাড়াও জঙ্গি-হেফাজত সংশ্লিষ্টতা প্রমাণ বড় কোন বিষয় নয়। তিনি কথা বলে দেখেছেন, পালের গোদা একজন হাইব্রীড আওয়ামী আর বাকিরা ফায়দা লোটার দলে। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে একটা তৌহিদি ভাব আনতে চায় জামরুলরা। আমরা সবাই ভাই ভাই বলে বিশেষ চেতনার আবহও তৈরি করেছে সেজান গ্রুপ। এসব মানসিকতা, আচরণগত বহিঃপ্রকাশ, লেবাস-কোপ্তা, সাংস্কৃতিক বৈরিতা .. .. অনেক উপাদানই পাওয়া গেছে যা জঙ্গি-হেফাজত সংশ্লিষ্টতা প্রমাণে সামনের সারিতে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “রোড ০৫ হাউস ০১”

Your email address will not be published.

Close Menu
×
×

Cart