অবুঝের থার্ডক্লাস ছড়া (Obujher 3rd class Chora)
৳ 400.00 ৳ 345.00
অবুঝের থার্ডক্লাস ছড়া
Description
অবুঝের থার্ডক্লাস ছড়া
রসময়
By Manoj Dutta
Idiotic Rhymes
মানুষের ভেতর মানুষ খুঁজেছি অবুঝ মানুষ হয়ে
——————————————-
ক্রুশ স্বস্তিক বা ওঁম
তসবিহ অথবা টুপি,
মানুষের ভেতর যে মানুষ থাকে
কিভাবে বলো তা মাপি?
দূরবীন দিয়ে বা চশমা পরে
কিংবা অনুবীক্ষণের কাঁচে –
মানুষের ভেতর মানুষ খুঁজেছি
মানুষ কিভাবে বাঁচে?
কফিন, খাটিয়া শবযাত্রার শেষে
শ্মশান গোর বা কবর,
মাটিতে মিশে আগুনে পুড়ে
মানুষ হয়েছে খবর!
রেস্ট ইন পিস বা .. .. রাজিউন বলো
শুরু হয়ে গেলে পরকাল –
মানুষে মানুষে চলছে পাঞ্জা
ধরাতলে যখন সমকাল!
.. .. .. .. .. .. ..
কোরান হাদিসে খুঁজে দেখেছি
ত্রিপিটক বা গীতায়,
টেস্টামেন্টের পাতার ভেতরে
বা মহাপুরুষের চিতায়,
আজানের সুরে খুঁজতে চেয়েছি
কিংবা কীর্তনের ঝংকারে,
শতাব্দী প্রাচীন গীর্জা চষেছি
সপ্তাহের প্রতি বারে,
সেজদা দিয়েছি মন্দিরে মন্দিরে
দরগাহ ভরেছি আতরে,
গণতন্ত্রের দেশে খুঁজেছি
অথবা সমাজতন্ত্রের শহরে,
মরুর দেশে বালির ভেতরে
বা বরফের প্রতি পরতে,
নিশীথ সূর্যের দেশেও খুঁজেছি
বা ষড়ঋতুর শরতে,
খুঁজে দেখেছি জিহাদের জয়ে
বা ক্রুসেডের বিজয় কাফেলায়,
শরীয়ার চাবুক চালিয়ে খুঁজেছি
বা খেলাফতের রাস্তায়,
ওয়াজ-প্রবচনে ঝাঁকিয়েছি মাথা
বা তাজিয়া মিছিলের সাথে,
খুঁজে দেখেছি কুম্ভ মেলায়
বা বৌদ্ধ পূর্ণিমার রাতে,
মানবতার আইন চিড়ে খুঁজেছি
খুঁজেছি মৃত্যুদন্ডের দড়িতে,
সাকার নিরাকার চারধারে খুঁজেছি
খুঁজেছি মরণ মহামারীতে,
গেরুয়া বসন আর ভক্তিযোগে
আমি খুঁজেছি অনন্তকাল,
জিন্দাপীরের মুর্দা মাজারে
দিয়েছি বাঘের ছাল,
সলিমুল্লাহ খানের কথায় খুঁজেছি
বা আব্বাসীর কূটতর্কে,
ছফা’র তত্ত্ব খুঁজে দেখেছি
ভাষণে গিয়েছি ভড়কে,
মডারেট সোশ্যাল সনাতনী ব্লগে
আস্তিক নাস্তিক বা ইসলামে,
খুঁজেছি আমি লেনিন শিবদাসে
সুশীল প্রগতিশীল আর বামে,
খুঁজে দেখেছি পক্ষে বিপক্ষে
খুঁজেছি অনুভূতির চেতনায়,
জলের ভেতর পানিতে খুঁজেছি
খুঁজেছি মাতাল পিপাসায়,
শাক্ত বৈষ্ণবে লোকনাথ বাবায়
খুঁজেছি শিয়া বা সুন্নিতে,
অশোক স্তম্ভে খুঁজে দেখেছি
খুঁজেছি পুণ্যবান খুনিতে,
কাবা জেরুজালেম খুঁজে দেখেছি
খুঁজেছি অযোধ্যার রামে,
সাঁওতাল মাচায় খুঁজতে গিয়েছি
খুঁজেছি সঙ্গম ঘামে,
ফতোয়া আয়াতে খুঁজে দেখেছি
খুঁজেছি বিধানে তন্ত্রে মন্ত্রে,
মহাকাশ জয়েও খুঁজে ফিরেছি
খুঁজেছি প্রেমের শরীরী যন্ত্রে,
সাদাতে কালোতে খুঁজে মরেছি
খুঁজেছি ঈমান আকিদার নীড়ে,
মানুষের ভেতর শুধু মানুষ খুঁজেছি
মাগার সব মানুষের ভীড়ে।
( ম নো জ দ ত্ত )
Reviews
There are no reviews yet.